Sunday, November 6, 2016

বায়ুদূষণে ঢাকা পড়েছে তাজমহল



দিল্লির পর বায়ুদূষণে আক্রান্ত ভারতের আগ্রা। এরমধ্যে মাঠে শুকনো ফসল পোড়ানোয় ধোঁয়াথে যুক্ত হর সায়েছে পোড়া গন্ধ। কয়েক মিটার দূরের গাড়িও ঠিকমতো দেখা যাচ্ছে না। এমনকি দূষণের কবল থেকে মুক্তি পায়নি তাজমহল। মূল ফটক থেকে তাকালে দু'পাশের জাহানারা এবং রোশনারা মহল দেখাই যাচ্ছে না। ফলে তাজমহল দেখতে গিয়ে হতাশ হচ্ছেন পর্যটকরা।
গত ২৮ ও ২৯ অক্টোবর দিল্লির বিভিন্ন এলাকায় বাতাসে দূষণের পরিমাণ মারাত্মক হারে বেড়ে যায়। বিজ্ঞানীদের মতে, বাতাসে পার্টিকুলেট ম্যাটারের (পিএম) পরিমাণ প্রতি ঘনমিটারে ৫৮ দশমিক ৩৩ মাইক্রোগ্রাম। অথচ দিল্লির বিভিন্ন জায়গায় গত শনিবার সকাল ১০টায় প্রতি ঘনমিটারে গড় পিএমের পরিমাণ ৭০০ মাইক্রোগ্রাম দেখা গেছে যা স্বাভাবিকের তুলনায় বারো গুণ বেশি। আতঙ্কিত রাজ্য প্রশাসন সেখানকার সরকারচালিত ১ হাজার ৮০০ প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেয়। 


'মহাকাশ থেকে দেখেছি ভারতের ভয়াবহ দূষণের ছবি'


ভারতের দূষণের ছবি!


মহাকাশ থেকে ভারতের দূষণের ছবিটা দেখে চমকে উঠতে হয় বলে জানিয়েছেন মার্কিন মহাকাশচারী স্কট কেলি। বছরের বেশিরভাগ সময়ই মহাকাশ থেকে ভারতের কোন শহর দেখা যায় না বলে জানিয়েছেন তিনি। তবে শুধু ভারত নয়, এই তালিকায় রয়েছে বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ চীনও। খবর এই সময়ের। মহাকাশে গোটা একটা বছর কাটিয়েছেন স্কট কেলি। বছরের বিভিন্ন সময় মহকাশ থেকে পৃথিবীর কোন দেশকে কী রকম দেখতে লাগে, তা দেখার সুযোগ হয়েছে তার। নিজের সেই অভিজ্ঞতার কথাই হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে শুক্রবার তুলে ধরেন তিনি। মহাকাশের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি সবার আগে তুলে ধরেন পরিবেশ দূষণের প্রসঙ্গ। এ বিষয়ে ভারত ও চীনের ছবি রীতিমত আতঙ্কজনক বলে জানিয়েছেন কেলি। প্রায় সারা বছর এই দুই দেশের অধিকাংশ শহরকে যেভাবে মোটা দূষণের পর্দা ঘিরে রাখে, তা যথেষ্ট উগ্বেগজনক বলে জানিয়েছেন তিনি। পরিবেশকে কীভাবে আমরা ধ্বংস করে যাচ্ছি, সে কথা এদিন উল্লেখ করেন স্কট কেলি। স্কট কেলিকে মার্কিন হিরো হিসেবে আখ্যা দেন বারাক ওবামা। আমেরিকার পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহে মানুষ পাঠানো বলে জানিয়েছেন তিনি।